Web Hosting

মায়ের সাথে আমি

মায়ের সাথে আমি
গোলজার আহমেদ

Web Hosting | Money Make Blog | | TEXT LINK ADS | | TEXT LINK ADS | | TEXT LINK ADS | |

যে সংসারে বেঁচে থাকাটা একসময়
মনে হতো আজন্ম পাপ
সেই সংসারে মায়ের হাত ধরে আমার স্বপ্ন গড়া।

এক সময় এই স্বপ্ন অবাস্তব, বড়ই কঠোর ,
বড়ই নির্মম – মনে হলেও
আজ আমার কাছে সেগুলো
অনেক সহজ সুন্দর ও বর্ণিল।

কেননা আমার জীবনের সব না পারাকে দুরিভুত করে
সুন্দর ও বাস্তবের সম্মিলন ঘটিয়েছেন যে মহীয়সী নারী
তিনি হলেন আমার মা।

জন্ম কোন এক নিভৃত্ব পল্লীতে
বাবা শব্দের সাথে প্রেম জমে ওঠার আগেই
তাকে হারিয়ে ফেলেছিলাম আমি।
তখন থেকেই মনে হত আমার এক চোখ অন্ধ
খড়খোটার সংসারে অনেক কিছুর টানাপোড়ন
শুধু নেই, নেই আর নেই
পরিবারে যেন শুণ্যতার এক বিশাল সমাহার।

কিন্তু সকল সংশয় চলে গেল মা আমার পাশে থাকায়
একমাত্র তাঁর প্রচেষ্ঠায় সকল শুন্যতাকে পিছনে ঠেলে
পৃথীবির আলোর শিখায় কিছুটা প্রজ্জ্বলিত করতে পেরেছি নিজেকে।

শৈশব থেকে বর্তমান
দুষ্টুমিতে যেখানে সবার চোখ রাঙানি
সেখানে প্রতিটি ক্ষেত্রে মায়ের আচরন
ঠিক আমার জন্মের প্রথম দিনের মতো।

এখনো প্রতি রাত্রে মায়ের হাত যখন আমার মাথার উপর পড়ে
তখন মনে হয় এটি যেন আমার জন্য
নশ্বর এ পৃথিবীর সর্বোচ্চ নির্ভার আবরণ।

তাই পৃথিবীতে সার্বিক অর্থে আমার কাছে
সৃষ্টিকর্তার পরের মহান শব্দটি হলো “মা”
মায়ের আরাধনা বোঝাতে কোন বিশ্লেষনই যথেষ্ঠ নয়
মা কেবল মা – ই
যিনি অতুলনীয়
যিনি মহান
যিনি শ্রেষ্ঠ

গুলজার আহমেদ

সাংবাদিক ও লেখক

আমাদের ওয়েব সাইটের তথ্য যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে শেয়ার করুন । Like Our Page And Connect With Us.https://web.facebook.com/amadermohanpur/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *